ফতুল্লায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।নিহত গৃহবধূর নাম টুলটুলি(৩০)।সে ফতুল্লা থনার কাশিপুর নরসিংপুরের সোহাগ সরদারের স্ত্রী।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সুকান্ত নিহত গৃহবধূর পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান,রোববার সকাল সাড়ে নয়টার দিকে টুলটুলি তার স্বামীর ভাড়াটিয়া বাড়ীর ঘরের আড়ার সাথে নিজ পরিহিত ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তা দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে টুলটুলির ঝুলন্ত দেহ উদ্বার করে শহরের জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।সেখানে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।পরে সংবাদ পেয়ে তিনি হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলেন।
তিনি আরো জানান,নিহতের পরিবারের সদস্যরা তাকে জানায় যে আত্মহত্যাকারী টুলটুলি পূর্ব থেকেই মাথায় মানসিক সমস্যা তথা মানসিক ভারসাম্যহীন ছিলো।





















