নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য রোকন উদ্দিন অভিযোগ করে বলেছেন, ‘পাগলা বাজার সমিতির সেক্রেটারি বাচ্চু স্থানীয় চেয়ারম্যানের কথাই মানেন না। বাচ্চু খামখেয়ালিপনা থেকেই সরকারের ঘোষণা থেকেই মার্কেট খোলা রেখেছে।
সে এর আগেরবারও (বিগত লকডাউনগুলোতে) এরকম করেছে। বাচ্চু বাজার কমিটির সেক্রেটারি হয়ে নিজেকে অনেককিছু মনে করছে, কিন্তু আসলে এইটা কিছুই না।’
আজ মঙ্গলবার (২২ জুন) সাংবাদিকদের কাছে এভাবেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রোকন মেম্বারকে। রোকন আরো বলেন, ‘চেয়ারম্যান অফিসে আজ পরিবার পরিকল্পনা বিষয়ক সভা চলছিলো আমাদের। সেখানে আমি মার্কেট বন্ধ রাখার বিষয়ে চেয়ারম্যানকে জানানোর পরে চেয়ারম্যান বাচ্চুকে মোবাইল ফোনে মার্কেট বন্ধ রাখতে বলেন, কিন্তু বাচ্চু সেই কথা শোনেননি। বাচ্চুর নিজের দোকানও খোলা।’
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোকন আরো বলেন, ‘বাচ্চু চেয়ারম্যানের কথাই মানে না আর আমি তো মেম্বার!’ রোকন মেম্বার প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘এখন কি জনে জনে কানে ফোন দিয়ে বলতে হবে যে আপনি সভাপতি, আপনি সেক্রেটারি; মার্কেট বন্ধ করেন!’
নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ শতাধিক লোকজনের সামনেই প্রকাশ্যে তর্কে জড়িয়ে পড়েন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রোকন উদ্দিন ও বাজার কমিটির সেক্রেটারি মাহবুবুর রহমান বাচু। রোকন উদ্দিনকে ‘মিথ্যাবাদী’ও আখা দেন বাচ্চু। ঘটনার সূত্রপাত লকডাউনে পাগলার মার্কেটগুলো খোলা রাখাকে কেন্দ্র করে। নিষেধাজ্ঞা অমান্যের সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় ম্যাজিস্ট্রেট দুপুর ৩ টার দিকে পাগলা আসেন। মার্কেট খোলা রাখার দায়ে তিনি বাজার সমিতিকে দশ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে অনিয়ম ঘটলে মার্কেট সিলগালা করার হুশিয়ারিও উচ্চারণ করেন তিনি।
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই দফায় দফায় বাগবিতণ্ডার ঘটনা ঘটে সেখানে। একপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনাও ঘটে।