করোনা মহামারির প্রথম ধাক্কার মতো দ্বিতীয় ধাক্কার এই দুঃসময়েও জীবন-জীবিকা নির্বাহের জন্য আবারও মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আলাউদ্দিন হাওলাদার।
নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান এর নির্দেশে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদারের তত্ত্বাবধানে শাহী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০শে (জুন) রোজ বুধবার সকাল ১১টার দিকে অর্থ বছরে কোভিড -১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুঃস্থ পরিবারের সহায়তায় ত্রাণকার্য ও নগদ অর্থ প্রধান করা হয়।
এসময় তারা বলেন কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকেই বর্তমান সরকার বিভিন্ন ভাবে মানুষের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে যাচ্ছে দেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। সরকার আপনাদের কে সহযোগিতা করছে তার পাশাপাশি আমরা নিজেরাও নিজেদের অর্থায়নে আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি এবং করব বিগত দিনে আপনাদের পাশে ছিলাম আগামী দিনেও থাকবো ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ( কুনাফ)কুতুবপুর ইউনিয়ন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মিন্টু,পাগলা স্কুলের শিক্ষক আদালত স্যার, জাহিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।