আগামীকাল থেকে কঠোর লকডাউন হচ্ছে আমাদের উচিত সরকারকে সহযোগিতা করা এ এক সপ্তাহ কঠোর লকডাউনে। আমরা যদি এই সপ্তাহ কঠোর লকডাউন মেনে চলে ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমরা আশা করি করোনা সংক্রামণের সংখ্যা কমে আসবে।
বুধবার(৩০ জুন)সকালে বর্তমান নারায়ানগঞ্জ জেলার করোনার পরিস্থিতি নিয়ে জেলার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের তত্বাবধায়ক ডা.আবুল বাশারের সাথে সাক্ষাতকারে উক্ত কথা তিনি বলেন।
ডা.আবুল বাশার ২৪ ঘন্টার জেলার করোনায় আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর বিষয়ে বলেন,আজকে হাসপাতালে রোগী ভর্তি আছে ৩৮ জন।তার মধ্যে ৫জন আইসিওতে আছে এবং ২৭ জন করোনা পজেটিভ। গত ২৪ ঘন্টায় খানপুর হাসপাতালে করোনা টেস্ট হয়েছে ২০১ জনের, যার মধ্যে ৪২ জনের করোনার পজেটিভ আসছে যা গড়ে ২১%। এই এক সপ্তাহে জেলায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে।
হঠাৎ করে আবার নারায়ানগঞ্জ জেলায় করোনা সংক্রামণের সংখ্যা বৃদ্ধি বর্ডার এলাকার মানুষদের কারনে উল্লেখ্য করে বলেন,নারায়ানগঞ্জ জেলায় শুধুমাত্র নারায়ণগঞ্জের মানুষ বাস করে না।এখানে বিভিন্ন বর্ডার এলাকার মানুষ বাস করে।আর তাদের আসা যাওয়ার কারনে যোগাযোগ সংযোগ হচ্ছে এবং নারায়ানগঞ্জ জেলায় বর্তমান করোনার সংক্রামণ বেড়ে গেছে।
স্বাস্থ্যবিধি না মেনে চললে নারায়ানগঞ্জ জেলাতেও ভয়াবহ আকার ধারন করতে পারে তাই নারায়ানগঞ্জবাসীদের স্বা¯’্যবিধি মানার পরামর্শ দিয়ে ডা.আবুল বাশার বলেন,গত বছর নারায়ানগঞ্জ জেলা ছিলো করোনার হটস্পট। আলহামদুলিল্লাহ্ আমরা সেটা কাটিয়ে উঠেছি।বর্তমান বাংলাদেশের বিভিন্ন জেলায় করোনা রোগীর সংখ্যা অনেক বেশি কিন্তু তার তুলনায় নারায়ানগঞ্জ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা কম। এই জেলায় অনেক লোকের বাস। এখন থেকেই আমাদের সচেতন হতে হবে। স্বাস্থ্য দিকে সরকারি যে নির্দেশনা আছে তা মানতে হবে। খানপুর হাসপাতাল আপনাদের জন্য সব সময় প্রস্তুত আছে স্বাস্থ্য সেবা দেবার জন্য। পর্যাপ্ত পরিমান আইসোলেশন, আইসিও,ডাক্তার, নার্স তৈরী আছে। তারপর সংক্রামণ অতিরিক্ত মাত্রার বাহিরে চলে গেলে আমরা অসহায় অবস্থায় পড়ে যাবো।তাই আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলি সরকারি নির্দেশনা গুলো মান্য করি তাহলে আগামী দিনে আমরা নিজেরা, পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকতে পারবো।
করোনার টিকার বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে হাসপাতালে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হচ্ছে। নতুন করে কোন নিবন্ধন হচ্ছে না। আগে যারা নিবন্ধন করেছে কিন্তু টিকা দিতে পারেনি শুধুমাত্র তারা নিবন্ধন কার্ড দিয়ে টিকা নিতে পারছে। ২য় ডোজ দেশে না থাকায় এখনো পর্যন্ত ২য় ডোজ দেওয়া শুরু হয়নি। তবে ২য় ডোজ পাবার সাথে সাথেই আবার ২য় ডোজ টিকা দেবার কার্যক্রম শুরু হবে।