করোনা সংক্রামণের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা খোলা রেখে সরকারি বেসরকারি অফিস আদালত,শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেট,গণপরিবহন,দোকানপাট বন্ধ রেখে সারাদেশে পালিত হচ্ছে কঠোর লকডাউন। অন্যদিকে নিজেদের ও পরিবারের বাঁচার তাগিয়ে নিজেদের প্রানের মায়া ত্যাগ করে ছুটছে শিল্প কারখানার শ্রমিকেরা কর্মস্থলে।
বৃহস্পতিবার(১ জুলাই)সারাদেশে সরকারি নির্দেশ মোতাবেক ৭ দিনের কঠোর লকডাউনের ১ ম দিনে দেখা যায় নারায়ানগঞ্জ জেলার গার্মেন্টসমুখী শ্রমিকদের কর্মস্থলে ছুটার এ চিত্র।
সকালে নারায়ানগঞ্জ সদরের বন্দর ও নবীগঞ্জ ঘাটে দেখা যায় গাদাগাদি করে ট্রলারে করে শ্রমিকদের নদী পাড় হবার চিত্র। যেখানে নৌকা সহ সকল নৌরুটে সকল যান চলাচল বন্ধ সেখানে ট্রলারে করে এভাবেই গাদাগাদি করে আসছে হচ্ছে কর্মস্থলে। যার ফলে করোনার সংক্রামণের সংখ্যাও বৃদ্ধি পেতে পারে কয়েক গুনে।
বন্দর ঘাট ট্রলার দিয়ে পাড় হওয়া আলমগীর জানায়,সরকার করোনা সংক্রামণ রোধে দেশের সকল অফিস আদালত, স্কুল কলেজ, মার্কেট এমনকি বাসও বন্ধ করে দিছে।কিন্তু আমাদেরকে ঝুঁকিতে ফেলে গার্মেন্টস খোলা রাখছে। গার্মেন্টস খোলা রাখছে তো ভালো কথা কিন্তু আবার আমাদের যাতায়াতের সকল পথও রেখেছে বন্ধ করে। গাড়ী বন্ধ থাকায় আসতে হয়েছে হেটে আবার ট্রলারে ঠেলাঠেলি করে নদী পাড় হতে হচ্ছে। আমাদের জীবনের কি কোন মায়া নেই সরকারের কাছে। আমাদের কিছু হলে কি সরকার এই দায়ভার নিবে?
অন্যদিকে সকাল ৮ টা বাজতেই ফতুল্লার শিল্প এলাকার গার্মেন্টস মুখী মানুষের নেমেছে ঢল। গায়ের সাথে গা ধাক্কা লেগে,অনেকের মুখে মাস্ক ব্যবহার না করেই ছুটছে এই গার্মেন্টস কর্মীরা।
গার্মেন্টসকর্মী আলেয়া বেগম বলেন,পেটের দায়ে গার্মেন্টসে কাজ করে খেতে হয় স্বামী মারা যাওয়ায়। হাত পাতলে বলবে এই বয়সী কেনো ভিক্ষা করি।কিন্তু এখন জীবনের মায়া ত্যাগ করেই গার্মেন্টসে আসতে হচ্ছে। সরকার কি আমাদের কথা ভাববে না। আমাদেরও তো পরিবার আছে। আমাদের কি করোনা হবে না গার্মেন্টসে তো হাজার হাজার কর্মী কাজ করে।