দেশ ব্যাপি লকডাউন বাস্তবায়নের মতো সোনারগাঁ উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে টহল জোরদার করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুস্তফা মুন্নার নেতৃত্বে একদল ব্যাক্তি বিভিন্ন এলাকায় টহল জোড়দার করেছেন। এসময় মানুষকে প্রয়োজন ব্যতিত ঘর থেকে বাহিরে না যাওয়ার জন্য আহবান করা হচ্ছ। এছাড়া উপজেলার গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশী টহল জোড়দার করা হয়েছে।
মোগরাপাড়া চৌরাস্তা এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে মোগরাপাড়া চৌরাস্তার প্রবেশ পথে পুলিশ পাহারায় রয়েছে। জরুরী প্রয়োজন ও সরকারী নির্দেশনা মোতাবেক জরুরী সেবা সমুহের গাড়িগুলি প্রবেশ করতে দিচ্ছেন তারা। এছাড়া অন্যান্য ছোট পরিবহনগুলোর ক্ষেত্রেও দেখা গেছে বিধি নিষেধ। রিক্সা ছাড়া কোন অটো প্রবেশ করার সময় আটকে দিচ্ছেন। অপরদিকে, মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা শিল্পনগরী চেক পোস্ট ও কাঁচপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দোকানগুলোকেও সরকারী নির্দেশনা মোতাবেক বন্ধ করে দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনা (ভুমি) মোস্তফা মুন্না জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সোনারগাঁ উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সে লক্ষ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর টহল জোড়দার করা হয়েছে। মানুষ যাতে অযথা ঘর থেকে বাহির না হয় সে জন্য তাদের আহবান করা হচ্ছে। যারা বিনা কারণে ঘর থেকে বের হচ্ছে তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আর যারা খুব জরুরী কাছে বাহিরে বের হচ্ছেন তাদের স্বাস্থ্য বিধি মানার পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়া কাঁচাবাজার সরকারের নির্দেশনা মোতাবেক নিদিষ্ট সময়ের মধ্যে বন্ধ করে দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
সোনারগাঁ উপজেলার নিকটবর্তী উদ্ধবগঞ্জ বাজারে গিয়ে দেখা যায় ঔষধের দোকান ছাড়া কোন দোকান খোলা নাই। দোকানদারা জানান, আমরা সরকারের ঘোষিত লকডাউনের প্রতি সম্মান জানিয়ে দোকানপাট বন্ধ রেখেছি। সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকান খোলা ছিল। আমরা যথা সময়েই দোকান বন্ধ করে দিয়েছি। তারা আরো জানান, দেশের নাগরিক হিসাবে আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।