করোনাভাইরাস সংক্রমণ বিস্তার রোধে চলমান লকডাউনে বগুড়ার নন্দীগ্রামে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবারের মতোই শুক্রবার সকাল থেকে পৌর সদরে ব্যাপক কড়াকড়ি দেখা গেছে। মহাসড়ক এবং সদর এলাকায় গুটিকয়েক অটোচালিত রিকশা-ভ্যান ও সিএনজি চলাচল করতে দেখা যায়।
ফার্মেসী, ফলের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রীর দোকান খোলা ছিল। তবে ক্রেতার সংখ্যা ছিল কম। সাধারণ মানুষের চলাচল ঠেকানোর চেষ্টা করে পুলিশ।
লকডাউন দেখার জন্য শহরে এলেও অনেকের মুখে মাস্ক দেখা যায়নি। তবে রাস্তায় বের হয়ে পুলিশের প্রশ্নের সম্মুখিন হয়েছেন অনেকে। বিকেলে দুধ নিয়ে বিক্রেতারা শহরে আসলেও ক্রেতার দেখা মেলেনি।
বিকাল ৫টার পর সব ধরণের দোকান ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়।
থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, পুলিশের টহল জোরদার রয়েছে। প্রয়োজনে আরো কঠোর হব।