আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারী আমতলী একে পাইলট হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রশীদ (৭০) গতকাল ৩ জুলাই (শনিবার) বিকেল ৫’৫০ মিনিটের সময় বার্ধক্য ও লিভার সমস্যা জনিত রোগে অসুস্থ্য থাকা অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি……….. রাজিউন)।
আজ (রবিবার) সকাল ১০ ঘটিকায় মরহুমের প্রথম জানাজা নামাজ আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় জানাজা নামাজ বাদ জোহর তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বড় বিঘাইতে অনুষ্ঠিত হওয়ার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা নামাজে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ প্রায় দুই সহা¯্রাধিক মানুষ অংশ নেয়। তার মৃত্যুতে শিক্ষক ও শিক্ষার্থী মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেক শিক্ষার্থীকে কান্না করতে দেখা গেছে।