শাহ আলম সরকার-কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈরে গত ২৪ ঘন্টায় আবারও নতুন করে ৪৫ জনের দেহে করোনা রোগী শনাক্ত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম তথ্য নিশ্চিত করে জানান, কালিয়াকৈর উপজেলায় গত ২৪ ঘন্টায় ৬৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে । এর মধ্যে ৪৫ জনের করোনা পজেটিভ এসেছে । এই নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮৩ জন। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১২১৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন ।