সড়কপথে চাঁদাবাজদের যন্ত্রনায় অতিষ্ঠ অসহায় শ্রমিকদের পাশে এসে দাড়িয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি মোঃ সাইদুর রহমান জীবন।
দীর্ঘদিন ধরে পঞ্চবটি টু মুক্তারপুর সড়কে ইজিবাইক থেকে স্টিকার ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে মাসিক ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট। এমন পরিস্থিতিতে বেশ বিব্রত অসহায় শ্রমিকরা।
এদিকে বিষয়টি নজরে এলে এর প্রতিবাদ জানান মোঃ সাইদুর রহমান জীবন। চাঁদা আদায় ও শ্রমিকদের হয়রানি বন্ধে সিন্ডিকেট চক্রটিকে কঠোর হুশিয়ারি প্রদান করেন তিনি। চাঁদা আদায় বন্ধ না হলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলেও জানান তিনি। ইতিমধ্যেই চাঁদাবাজির সাথে জড়িত হুমায়ুন মিয়া নামে এক ব্যক্তিকে আইনের হাতে সোপর্দ করেন সাইদুর রহমান জীবন। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এক টাকাও চাঁদা দিবেনা। আমরা সবাই অনেক কষ্টে আছি। কষ্টে থেকেও যদি চাঁদা দিতে হয়, তাহলে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।
অপরদিকে চাঁদা আদায় বন্ধের বিষয়ে ওই মহলটি অস্বীকৃতি জানান। একই সাথে এই চাঁদার ভাগ রাজনেতিক ও প্রশাসনিক বিভিন্ন মহলে যায় বলেও জানায় চক্রটি।
স্থানীয়রা জানান এলাকার প্রভাব খাটিয়ে স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ শহীদ এর ছোটভাই খোকন, সালাউদ্দিন মেম্বার, অপু, শাহ আলম সহ বেশ কয়েকজন এ চাঁদাবাজ সিন্ডিকেটের সাথে জড়িত।