কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।
সোমবার দুপুরে বাড়ির পাশে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আসিফ বাবু (৭) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার দেওয়ানালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে । নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দীর্ঘদিন আগে তার স্ত্রী-সন্তান নিয়ে জীবিকার তাগিদে গাজীপুরের কালিয়াকৈরে আসে। পরে তারা উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার সামাদ হাজীর বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
গত রোববার সকালে তাদের সাত বছরের ছেলে আসিফ বাবু বাড়ি থেকে বের হয়। পরে সন্ধ্যা ঘনিয়ে এলেও সে আর বাড়ি ফিরে আসেনি। বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হলে পরিবারের অনেক খোঁজা খুঁজি করে। এরপর মাইকিং করেও তাকে আর খোঁজে পাওয়া যায়নি। সোমবার দুপুরে ওই এলাকার একটি পুকুরে এক শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে। এদিকে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোক জন নিহতের লাশ সনাক্ত করেন।
কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসান-উদ দৌলাহ জানান, পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতি নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।