কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:- বৈশ্বিক করোনার মহামারীর কারণে সরকার ৩ ধাপে আবারও কঠোর লকডাউন ঘোষনা করেছে। করোনার সংক্রমণ ঠেকাতে মহা সড়কসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরাও মাঠে কাজ করছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ জনের মৃত্যু ও ৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১৯ জন। এরমধ্যে আজ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ২০ জন। এ নিয়ে মোট সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১২৩৭ জন।
গত ২৪ ঘন্টায় ১ জন মৃত্যু বরণ করেছে। এনিয়ে মোট মৃত্যু বরণ করেছে ২২ জন।