কালিয়াকের (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈরে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম।
গত ২৪ ঘন্টায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িছে ১৪৯৯ জন। আজ একজন ও মৃত্যু বরণ করেনি তবে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িছে ২২ জন।
কালিয়াকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাঁরমধ্য থেকে ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।