নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের ব্যবসায়ী প্রতিষ্ঠানে রাতের আধারে চুরি করার অভিযোগে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন এর বিরুদ্ধে।
তদন্ত কর্মকর্তা এসআই ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেননি বলে অভিযোগ করেন কামরুল ইসলাম।
তিনি অভিযোগ করে বলেন,আলমগীর হোসেন এখন এলাকায় চুরি ও ভূমিদস্যুতা শুরু করে দিয়েছে।আমার ব্যবসা প্রতিষ্ঠান হতে রাতের অন্ধকারে সকল মালামাল চুরি করে নিয়ে যায়। চেয়ারম্যান সাহেবকে জানানো হলেও তিনি কোন কার্যকর ভূমিকা পালন করেননি।
লিখিত অভিযোগে কামরুল ইসলাম উল্লেখ করেন গত ২৮ জুন রাত দেড় টায় আলমগীর হোসেন ও তার ভাই জাহাঙ্গীর হোসেন সহ ৮/৯ জন সন্ত্রাসী তালা ভেংঙ্গে কারখানার ভিতরে প্রবেশ করে দোকানের চুক্তিনামা,বাকী খাতা,ট্রেড লাইসেন্স, কর সাটিফিকেট, ৯ টি মেশিন যার মূল্য আড়াই লাখ টাকা, চাপ মেশিন ১টি ২৫ হাজার টাকা, ইলেকট্রনিকস মালামাল ৪০হাজার টাকা সহ ৩ লাখ ১৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনা বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে জানালে তিনি ২ দিনের সময় নেন। তাতে কাজ না হওয়ায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ঘটনার ১০ দিন পর বুধবার (৭ জুলাই) ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার চুরির অভিযোগ দায়ের করায় বক্তাবলী ইউনিয়ন জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। আলমগীর হোসেন নিজেকে ভিপি আলমগীর পরিচয় দিলেও তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।
আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বলেন,আলমগীর এলাকায় চুরি, ভূমি দস্যুতা শুরু করেছে। নিরীহ লোকের জমি দখল করে নিচ্ছে।আমার প্রতিষ্ঠান দখল করে মেসাস আলী ব্রাদাস নামে সাইনবোর্ড টানিয়ে দেয়। বিদেশ প্রবাসী রাজাপুর গ্রামের আনোয়ার হোসেনের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে বলেও আলমগীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে আলমগীর হোসেন মুঠোফোনে জানান, অভিযোগ সত্য নয়। আমার বাবার কাছ থেকে দোকান ভাড়া নেয়। প্রথমে ভাড়া দিলেও এখন ভাড়া দেয়না। আমি তাকে ভাড়া পরিশোধ করতে সময় দেই। তাতে ব্যর্থ হলে আমি দোকান বুঝে নেই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।