কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন করখানার পাশের বিবাররাতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে গরু ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয় ও আহত হয় আরো দুইজন। নিহতরা হলেন- ফেনী জেলার ছাগল নাইয়া থানার পাঠানগড় এলাকার জালাল আহমেদের ছেলে মনির হোসেন হৃদয় (২৫), জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার জয়পট্টি এলাকার বুলু মিয়ার ছেলে (৫৫)।পুলিশ লাশ দুটি উদ্ধার করে শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়,ঈদুল ফিতর‘কে কেন্দ্র করে কোরবানীর গরু বিক্রি শেষে গত রবিবার রাতে রডভর্তি একটি ট্রাকের গাড়ীতে বাড়ি ফিরছিল। পথিমধ্যে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ওয়াল্টন কারখানার পাশে আসলে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ওই দূর্ঘটনায় সাথে সাথে ট্রাকের হেলপার ও একজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই জনের লাশ উদ্ধার করে সালনা ও কোনাবাড়ী হাইওয়ে থানায় নিয়ে রেগুলার আইনে মামলা দেয়।আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং লাশ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।
সালনা ও কোনাবাড়ী হাইওয়ে থানার (ওসি) গোলাম ফারুক জানান, খবর পেয়ে পুকুর দুইজনের লাশ উদ্ধার করে শহিদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে রমর্গে প্রেরণ করা হয়েছে।