নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি গুরুতর অসুস্থ, এমন সংবাদ জানিয়েছেন তার স্বামী, সংসদ সদস্য একেএম শামীম ওসমান নিজেই। সোমবার (২৬ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি। আর এ সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে কীর্তিমান এই নারীর গুনমুগ্ধ ভক্তকুল দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন। উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে। দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের পুত্রবধূ সালমা ওসমান লিপির আশু সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কার্যনির্বাহী সদস্য ফতুল্লা থানা আওয়ামীলীগ মোঃ মেহেদী হাছান রবিন ।
গণমাধ্যমে প্রেরিত মোঃ মেহেদী হাছান রবিন বলেন গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও পরম শ্রদ্ধেয় সালমা ওসমান লিপি বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। দেশের ক্রান্তিলগ্নে অতীতের ধারাবাহিকতায় বর্তমানেও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সালমা ওসমান লিপি, শামীম ওসমানসহ পরিবারের অন্য সদস্যরা প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রেখেছেন।
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে অসহায়দের পাশে যখন কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন থেকে সালমা ওসমান লিপি নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করে যাচ্ছিলেন। করোনা সংকটে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন সালমা ওসমান লিপি। করোনার প্রার্দুভাব শুরু হওয়ার প্রথম থেকেই তিনি কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। করোনার ভয়াবহতায় মানুষের কাছাকাছি যেতে না পারলেও বিভিন্ন মাধ্যমে অসহায় মানুষের খোঁজ নিয়েছেন। অনেকে তাঁকে ফোন করেও তাদের অসহায়ত্বের কথা বলেছেন। তিনি সঙ্গে সঙ্গে সেই অসহায় মানুষের বাসায় স্বেচ্ছাসেবীর মাধ্যমে সহায়তা দিয়েছেন। কখনো সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজড রোগীকে আর্থিক সহায়তা, কখনো ক্যানসারে আক্রান্তের পাশে, কখনো আগুনে দগ্ধ পরিবারকে চিকিৎসা ও অর্থ সহায়তা। হাত বাড়িয়েছেন অসহায় খেলোয়াড়ের পাশে। জেলার অসংখ্য মানুষের উপকার ও সাহায্যে প্রকাশ্যে ও গোপনে মানবতার অনেক উদাহরণ সৃষ্টি করে লিপি ওসমান ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন।’
রবিন আরো বলেন, জেলা মহিলা সংস্থার সুযোগ্য চেয়ারম্যান, শ্রদ্ধেয় সালমা ওসমান লিপি নারীসমাজের অগ্রযাত্রায় চিরস্মরণীয় ভূমিকা রেখে চলেছেন। তার মতো মহৎপ্রাণ নারী অকুণ্ঠ প্রশংসার দাবিদার। জননেতা একেএম শামীম ওসমানকে নেপথ্যে থেকে তিনি অনুপ্রেরণা যুগিয়ে আসছেন যুগের পর যুগ। বলা চলে, একজন স্ত্রী, মা কিংবা একজন নারী নেত্রী হিসেবে সালমা ওসমান শতভগ সফল। মহীয়সী এই নারীর অসুস্থতার খবরে আমিসহ আমরা সকলেই ভীষণভাবে উৎকণ্ঠায় আছি। পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নিকট কীর্তিমান এই নারীর আশু সুস্থতা কামনা করি। সেইসাথে তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে মানবসেবায় পূর্বের ন্যায় মনোনিবেশ করতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।