বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকাল ১১ টার দিকে ২ নং রেলগেট আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এরপর দলীয় কার্যালয়ের সামনে অসহায় দুস্থদের মাঝে ২ শত প্যাকেট রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আলহাজ্ব নিজামউদ্দিন আহমেদও যুগ্মআহবায়ক গোলাম কিবরিয়া খোকন এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবু তালেব শ্যামল, আব্দুল মতিন পাগলা, খোকন ভান্ডারী, আমিনুল ইসলাম, দেলোয়ার, শফিকুল ইসলাম লিটন, মিন্টু, বিশ্বজিৎ ও রুবেল আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সাংগঠনিক সম্পাদক সান্জু, প্রচার সম্পাদক আবু ইউসুফ, মদনপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ আকতার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কালাম, সিনিয়র সহ সভাপতি আজিজুল সহ জেলা উপজেলা ও সকল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর নেতা কর্মী উপস্থিত ছিলেন।।