নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আমান উল্লাহ মেম্বারের ২ পুত্র সহ ৩ জন ভূয়া র্যাব পরিচয়ে প্রতারণা করতে গিয়ে গ্রেফতার হয়েছে।
৩১ জুলাই রাতে শহরের জিমখানা এলাকায় শান্তা বেগম নামে এক নারীর বাসায় প্রতারণা করতে গিয়ে সদর মডেল থানা পুলিশের হাতে আটক হয় আলীরটেক আমান মার্কেটের কর্নধার সাবেক মেম্বার আমানউল্লাহ এর পুত্র এবং বর্তমান মেম্বার দিদার সুলতানের ছোট ভাই জুয়েল ও রাতুল এবং ইসদাইর এলাকার আব্দুস সোবহানের পুত্র রুবেল।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহজামান জানিয়েছেন গ্রেফতারকৃত জুয়েল,রাতুল ও রুবেল র্যাব পরিচয়ে জিমখানা এলাকায় শান্তা বেগমের ঘরে অবৈধভাবে প্রবেশ করে তল্লাশি করছিল। পরে তাদের হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দ্রæত বিচার আইনের সংশোধনী ২০১৯ মোতাবেক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জুয়েল ও রাতুলের চাচা আমির সুলতান জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে জানান,শান্তা বেগমের কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিল তারা। উল্টা সবাই মিলে তাদের ফাঁসিয়েছে। তবে তারা থানায় অভিযোগ করে বা পুলিশকে জানিয়ে গেলে ভাল হতো।