মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- করোনা ভাইরাস সংক্রমণ রোধে সারাদেশে নেয়া হয়েছে কঠোর লকডাউনসহ নানা বিধি নিষেধ। এই করোনা দুর্যোগ মোকাবেলায় চরম আর্থিক সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। চলমান লকডাউনে দিশেহারা হয়ে পড়েছে বরগুনার আমতলী উপজেলার নিম্ন মধ্যবিত্ত এবং অতিদরিদ্র আয়ের মানুষগুলো। নিম্নবিত্ত- দরিদ্ররা সরকারি- বেসরকারি কিছু সাহায্য-সহযোগিতা পেলেও মধ্যবিত্তরা মানবেতর জীবন যাপন করছে।
মরনঘাতি করোনায় স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় তাদের আয়-রোজগার অনেক কমে গেছে। এতে খাবার কিনতেও হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো। অপরদিকে মধ্যবিত্তরা সামাজিক মর্যাদার কারনে কারো কাছে কোন সাহায্য চাইতেও পারছেন না। নিরবেই সহ্য করতে হচ্ছে তাদের সকল কষ্টগুলো।
এদিকে সরকার ঘোষিত লকডাউনকে ঘিরে স্থানীয় বাজারে দ্রব্যমূল্যেরও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। উপজেলার বড় একটি অংশ মধ্যবিত্ত। তারা ক্ষুদ্র বা মাঝারি ধরণের ব্যবসা করে সংসার চালান। প্রশাধনী, জুতা, তৈরী পোষাক, ছিট কাপড়ের দোকান এবং ইলেকট্রনিক্সসহ হরেক রকম পণ্যের দোকান রয়েছে মধ্যবিত্তদের। এসকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে করা আয়ে তাদের সংসার চলে। এর বাইরে তাদের অন্য কোন আয়ের পথ না থাকায় লকডাউনে কয়েকদিন ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় তাদের আয় রোজগারও বন্ধ হয়ে গেছে।
আমতলী পৌর শহরের কাপড় ব্যবসায়ী মায়ের দোয়া বস্ত্রালয়ের মালিক আঃ লতিফ হাওলাদার এবং বেল্লাল সাজ ঘরের মালিক হারুন অর রশিদ মোল্লা বলেন, বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে লোন এনে ব্যবসা পরিচালনা করে পরিবার-পরিজন নিয়ে খেয়ে পড়ে বেঁচে আছি। চলমান লকডাউনে গত কয়েকদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আয়- রোজগারও বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় দোকান ভাড়া ও সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে।
জুতা, তৈরী পোষাক ও ইলেকট্রনিক্সের দোকানের একাধিক ব্যবসায়ী বলেন, করোনা পরিস্থিতির কারণে কঠিন অনিশ্চয়তায় পড়ে এখন আমরা চোঁখেমুখে অন্ধকার দেখছি। কিভাবে দোকান ভাড়া দেব, কিভাবে পরিবার- পরিজন নিয়ে সংসার চালাবো তা একমাত্র আল্লাহই জানেন।
অপরদিকে সরকারসহ অনেকেই গরিব ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের হাতে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন। কিন্তু মধ্যবিত্তের পাশে দাঁড়াচ্ছেনা। ঘরে খাবার না থাকলেও লোকলজ্জায় ভয়ে মধ্যবিত্তরা মুখ ফুটে কিছু বলতে পারছে না। বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বেড়েছে বহুগুন। সেসব পন্য কিনতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোর। এমনভাবে চলতে থাকলে আগামী দিনগুলোতে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে ওইসব পরিবারগুলোকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মধ্যবিত্ত পরিবারের লোকজন বলেন, ভাই বড় বিপদে আছি। সংসার চালাতে এখন যথারীতি যুদ্ধ করতে হচ্ছে। আমরা চক্ষু লজ্জায় কষ্টগুলো কোথাও প্রকাশ করতে পারছি না। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের মত যারা আছে তাদের তো কোনো কষ্ট নেই। আমরা যে কত কষ্টে জীবনযাপন করি তা আপনাদের বোঝানো যাবে না। আর কেহ আমাদের কথা ভাবেও না।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, এটা সঠিক মধ্যবিত্তদের কেহ খবর রাখেনা। আর তারাও লোক লজ্জায় ভয়ে কষ্টগুলো কোথাও প্রকাশ করতে পারেনা। তিনি আরো বলেন, মহামারি করোনায় ও কঠোর লকডাউনের কারনে আমার পৌরসভায় যে সকল মধ্যবিত্ত পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। তাদের খুজে বের করে গোপনে সহায়তা প্রদান করা হবে।