মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী শেখ ফজিলাতুননেছার ৯১তম জন্মদিন উপলক্ষে বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনাসভা, দোয়া ও দুস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৮ আগস্ট) বেলা ১১ টায় আমতলী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম, ওসি (তদন্ত) রনজিৎ কুমার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম মনি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন, শিক্ষক, সাংবাদিক ও দুস্থ অসহায় নারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে আমতলী পৌরসভাসহ উপজেলার ৬ জন প্রশিক্ষিত দুস্থ ও অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।