নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন বলেছেন,দলের ভিতর ঘাপটি মেরে থাকা পদধারী কিছু কুলাঙ্গারের কারনে দলে নতুন নেতা কর্মী সৃষ্টি হয়নি। জসিম,আজহাররা একাকী চলেন। তাদের চরম ব্যর্থতায় গোগনগরে নতুন কোন নেতাকর্মী তৈরী হয়নি। তারা ২ জন যে কোন জায়গায় যায়। অন্যের মিছিল কখন আসবে তার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে সুযোগ বুঝে মিছিলে ডুকে পড়ে।জসিম, আজহার ও আজিজরা দলের নোংরা ডাস্টবিন।
একটি স্থানীয় পত্রিকায় গত ২ দিন যাবত মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,ব্যানারে ভূল হওয়ায় আমরা সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজিরউদ্দিন আহম্মেদকে প্রটোকল অনুযায়ী আলোচনা সভায় সভাপতিত্ব করার ঘোষনা দেয়া হয়। তিনিই সভাপতিত্ব করেন। আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ ফজর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঐ পত্রিকা সহ অনন্যা পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা সঠিক লিখলেও ঐ একটি পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে।
সংবাদে প্রকাশ করা হয় কারা নাকি শনিবারের আলোচনা সভা নিয়ে সমালোচনা করছে কিন্তু তাদের নাম ও পদবী উল্লেখ করা হয়নি। দুঃখজনক হলেও সত্য আজহার নিজের পদ ধরে রাখতে ও সস্তা জনপ্রিয়তা লাভে মাঝে মধ্যে স্থানীয় পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায়।সত্য কথা বলেন সম্মানীত হবেন। সদর থানা আওয়ামী লীগে কোন হাইব্রিড নেতা নাই উল্লেখ করে বলেন,শনিবারের আলোচনা সভা নিয়ে আলীরটেকের নেতারাও জানেন। তিনি আজহারের প্রতি প্রশ্ন রেখে বলেন,আপনার মিটিংয়ে কোন কোন ওয়ার্ডের নেতাকর্মীরা ছিল। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল হবে সেদিন প্রমান হবে কে হাইব্রিড। গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে জানিনা। যদি থাকে এক তৃতীয়াংশ প্রমান দেখাতে হবে। ছলচাতুরী কইরেন। আলীরটেকের ভারপ্রাপ্ত সভাপতি শাহাবুদ্দিন উনি এ পর্যন্ত একটি সভা করতে পারেননি। কোন অনুষ্ঠানে তাকে দেখা যায়না।
শনিবার সদর থানা আওয়ামী লীগের অনুষ্ঠানে ইউনিয়নের নেতা সভাপতিত্ব করেননি ব্যানারে ভূল হওয়ায় আমরা সংশোধন করে সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিরউদ্দিন আহম্মেদ কে সভাপতি করে অনুষ্ঠান করেছি। তবে ব্যানারটি খুলে রাখা উচিত ছিল। আওয়ামী লীগ নেতা ফজর আলী দলের দুঃসময়ে এসে হাল ধরেছেন। বিপুল পরিমান টাকা দলের পিছনে ব্যয় করছেন। আগামী ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
সদর থানা আওয়ামী লীগের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন ফকির বলেন,জসিম,আজহার ও আজিজ গংরা বিএনপি এবং জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে।৩ জন মিলে প্রতিদিন দলের কার বিরুদ্ধে কি লেখানো যায় তা নিয়ে বৈঠক করে। এরা দলের ভিতর পদ পদবী ব্যবহার করে ধান্ধাবাজিতে মেতে উঠে।আমি চ্যালেঞ্জ করে বলছি আজহারুল ইসলাম আজহারের কারনে গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ সমস্ত নোংরা ময়লা যত তাড়াতাড়ি সরানো হবে ততো দলের জন্য মঙ্গল হবে।
বীর মুক্তিযোদ্ধা ও গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী মোসলেহউদ্দিন বলেন,শনিবারের আলোচনা সভায় আমি সভাপতিত্ব করিনি।করেছেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি নাজিরউদ্দিন আহম্মেদ। আপনারা ১০/১২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং দেখেছেন। সব পত্রিকা সঠিক লিখলেও একটি পত্রিকা কিছু অন্যায় সুবিধা নিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করলো। ব্যানারে লেখা থাকলেও অনেক অনুষ্ঠানে প্রধান অতিথি আসেননা। উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে প্রধান অতিথি মনোনীত করা হয়।এটা অন্যায় কিছু নয়। আমাদের ব্যানারে ভূল ছিল। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তা ঠিক করে দেন। সেদিন জাতীর বীর সন্তান মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিল। দলের ভিতর কোন্দল সৃষ্টি না করতে জসিম,আজহার,আজিজের প্রতি আহবান জানান। নইলে গোগনগরের আওয়ামী লীগের নেতাকর্মীরা ঠিক সময়ে প্রতিরোধ গড়ে তুলবে।তখন পালিয়েও পথ পাবেননা।
অপর দিকে আজহার, জসিম ও আজিজ মাষ্টারের দলের স্বার্থ বিরোধী কর্মকান্ডে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সাধারণ নেতাকর্মীদের মাঝে। আগামী কাউন্সিলে এদের কর্মকান্ডের উপযুক্ত জবাব দেয়া হবে।জসিম,আজহারের পিছনে কলকাঠি নাড়ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলে গুঞ্জন চলছে।