রাতের আঁধারে অবশেষে চাষাড়ার রায়ফেল ক্লাব থেকে শান্তনা মার্কেট পর্যন্ত বিপদজনক মরন ফাঁদ বিলবোর্ডটি সরিয়েছে নাসিক।
গত সোমবার(৯ আগষ্ট)দিবাগত রাত সাড়ে ১২টায় নাসিক কর্মকর্তারা এসে চাষাড়ার ভাঙ্গা বিলবোর্ডটি কেটে সরিয়ে ফেলে।
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়ক চাষাড়ার রায়ফেল ক্লাব থেকে শান্তনা মার্কেট পর্যন্ত লম্বা বিলবোর্ডটি আস্তে আস্তে ভেঙ্গে পড়ছিলো বিলবোর্ডে জং ধরা লোহা। যেকোন সময়ই এই বিলবোর্ডটি ভেঙ্গে পড়ে ঘটতে পারতো বড় ধরনের দূর্ঘটনা। যেনো দিনদিন মৃত্যু ফাঁদ হয়ে উঠছিলো চাষাড়ার বিলবোর্ডটি
কারন প্রতিদিন ৫-৬ লাখ মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে।নারায়ানগঞ্জ জেলার সবচেয়ে ব্যস্ততম ও সকল প্রধান সড়কের সংযোগকারী এই সড়ক।ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড,চাষাড়া-পঞ্চবকটি লিংকরোড,চাষাড়া-সিদ্বিরগঞ্জ,মুন্সিগঞ্জগামীও সড়ক হিসেবে এই সড়কটি ব্যবহার করা হয়।
অহরহ এই সড়কে ফুটওভার ব্রীজ না থাকায় ঘটে ছোট বড় বিভিন্ন ধরনের দূর্ঘটনা।তার মধ্যে রায়ফেল ক্লাব থেকে শান্তনা মার্কেট পর্যন্ত আছে একটি বিশাল আকৃতির বিলবোর্ড অনেক বছর যাবৎ। এই বিলবোর্ড স্থানে পায় বিভিন্ন সরকারি,বেসরকারি,সিটি কর্পোরেশন কাজের কর্মচিত্র সহ রাজনৈতিক ব্যক্তিদের ব্যানার,ফেস্টুন। বছরের পর বছর ব্যবহার করলেও এই বিলবোর্ডটি সংস্কারে নেই কোন উদ্যোগ প্রশাসন,সিটি কর্পোরেশন বা রাজনৈতিক ব্যক্তিদের। আস্তে আস্তে ক্ষয়ে পড়ছে বিলবোর্ডের জং ধরা লোহা। অনেক পথচারী এবং গাড়ীর উপরও দেখা যায় পড়তে এই লোহা। নিয়ে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমসহ স্থানীয় কয়েকটি পত্রিকায় একাধিকবার বিলবোর্ডটি সরিয়ে ফেলার জন্য সংবাদ প্রকাশ করা হয়।
রাতে বিলবোর্ডটি সরিয়ে ফেলায় সকাল বেলায় ট্রাফিক পুলিশ,সরকারি কর্মকর্তারা সহ পথচারীরা দেখে অনেক সন্তুষ্ট প্রকাশ করে।
এবিষয়ে চাষাড়ার ট্রাফিক ইন্সপেক্টর ইমরান হোসেন বলেন,সকালে আমরা এসে দেখেছি রাতের আঁধারে ভাঙ্গা বিলবোর্ডটি সরিয়ে ফেলেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এখন অনেকটা ভালো লাগছে। আমাদের ট্রাফিক সদস্যরা নিশ্চিতে কাজ করতে পারবে।
চাষাড়া মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক কন্সটেবল বলেন,ভোর ৬টায় এসে দেখি অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছিলো তখন চেয়ে দেখি ভাঙ্গা বিলবোর্ডটি নেই। ভাঙ্গা বিলবোর্ডটি সরিয়ে ফেলায় আমাদের জন্য ভালো হয়েছে।কারন ভাঙ্গা বিলবোর্ডটি থেকে লোহা ভেঙ্গে ভেঙ্গে পড়তো। ভয় হতো কখন না আমার উপর পরে।
পথচারী আল মামুন জানায়,ধন্যবাদ জানাই নাসিক মেয়রকে ভাঙ্গা বিলবোর্ডটি সরিয়ে ফেলার জন্য। খুব আতংকের মধ্য দিয়ে এই রাস্তা দিয়ে যেতে হতো কারন বিলবোর্ডটি আস্তে আস্তে ক্ষয়িয়ে পড়ছিলো তাই।