দলীয় কোন্দলের জের ধরে নারায়ণগঞ্জে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকারের বাসায় হামলার ঘটনায় ঘটছে । একাধিক সূত্র থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ধামাচাপা দিতে এবং ভিন্ন দিকে নিয়ে যেতে তৈমুরের ভাই খোরশেদের স্ত্রী লুনা খন্দকারকে দিয়ে থানায় জিডি করানো হয়।
সূত্র জানায়, মুলত বিএনপির কোন্দলের বিষয়টি যাতে প্রকাশ না হয় সে জণ্য নেয়া হয়েছে মিথ্যার আশ্রয়। কিন্তু শেষ পর্যন্ত ঘটনা টি প্রকাশ।
সূত্র জানায়, গত ৭আগষ্ট তৈমুরের মাসদাইর বাস ভবনে বিএনপির উদ্যোগে কোভিট সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতার ভাচুয়ালি এর উদ্বোধন করেন। এদিন মাসদাইর বাসভবনে ছিলেন তৈমুরসহ জেলা বিএনপি ওঅঙ্গ সংগঠনের নেতারা।
সূত্র জানায়, ঐদিন জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মজিবুর রহমান অক্সিজেন সিলিন্ডার নিয়ে অক্সিজেন পরিমান করার সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল বাধা দেন। এনিয়ে দুইজনের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি রুপ নেয়। এঘটনায় নেতারা দুইজনকে থামিয়ে দেয়। তবে মজিবরের পক্ষ নেন তৈমুরসহ অন্যান্যরা । এতে ক্ষুদ্ধ হয়ে উঠে রোজেলের লোকজন। রোজেল ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদলের কাজিন হন।
সূত্র জানায় রোজেলরে সাথে অসৌজন্য আচরনে ক্ষুদ্ধ হন এলাকার লোকজন। তারা এটা মেনে নিতে পারেনি। বিশেষ করে রোজেলের আত্মীয় স্বজনদের সাথে চেঙ্গিস পরিবারের সখ্যতার কারনে তার ভাতিজা ইসতু লোকজন নিয়ে ঐ রাতে তৈমুর খন্দকারের বাড়িতে হামলা চালায়।
এদিকে এঘটনাকে ধামাচাপা দিতে মিথ্যার আশ্রয় নেয় তৈমুর পরিবার । তারা লুনা খন্দকারকে দিয়ে থানায় জিডি করলেও কেন এঘটনা ঘটেছে তার সত্যটা প্রকাশ করেনি। বরং তারা নিয়েছে মিথ্যার আশ্রয় ।
ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৈমুরের ভাই খোরশেদে বিরুদ্ধে দায়ের করা আইসিটি মামলার বাদী সায়েদা সিউলির দিকে অভিযোগ তোলেন। এবং জিডিতে তার নাম উল্লেখ করেন। মুলত বিএনপির কোন্দলে হামলার ঘটনা ঘটলেও দোষ চাপানো চেষ্টা করে সিউলির দিকে। অথচ এঘটনা সম্পর্কে তিনি কিছুই জানতে না।