মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: মহামারি করোণার নতুন রূপ ডেল্টা ভেরিয়েন্ট। যা বাংলাদেশের জন্য এক নতুন আতঙ্ক। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। এরই পরিপ্রেক্ষিতে সংক্রমন কমানোর জন্য সরকার কয়েক ধাপে লকডাউন ঘোষণা করেছিলেন। এতে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পেলেও দৈনন্দিন জীবন মানের চাকা পুরো বন্ধ হয়ে যায়।
ধাপে ধাপে লকডাউন শেষে আজ বুধবার (১১ আগস্ট) সকাল থেকে চলতে শুরু করেছে দূরপাল্লার যানবাহন ও নৌযান। খুলেছে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান। বসেছে নিয়মিত ছোট বড় হাট-বাজার। নিরব নিস্তব্ধ শহর এখন চলতে শুরু করেছে ঠিক আগের নিয়মেই। দীর্ঘ এ লকডাউন শেষে কর্মচাঞ্চল্য নিয়ে চিরচেনা রূপে ফিরেছে বরগুনার আমতলী। তবে এতো সংক্রমন ও মারা যাওয়ার সংখ্যা দিন দির বাড়লেও পৌর শহরসহ উপজেলার শহরে আসা অধিকাংশের মুখে মাস্ক দেখা যায়নি।
লকডাউন শিথিল করায় এবং আজ (বুধবার) আমতলী পৌরশহরের সাপ্তাহিক হাট থাকায় সকাল থেকেই শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলেছে। শহরে লোক সমাগম ও যানবাহন চলাচলও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশী চলাচল করতে ও শহরের দু’একটি জায়গায় যানজটও দেখা গেছে। খাবারের হোটেল, রেস্তোরায় ও বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিস ও ব্যাংকগুলোতে কর্মচাঞ্চল্য নিয়ে চিরচেনা রূপে ফিরে এসেছে। তবে পৌর শহর ও বিভিন্ন অফিস ঘুরে দেখে গেছে, যারা গ্রাম থেকে সাপ্তাহিক হাটে এসেছেন বাজার- সদয় করতে এবং বিভিন্ন সরকারী- বেসরকারী দপ্তরে সেবা নিতে তাদের অধিকাংশের মুখে মাস্ক পড়তে দেখা যায়নি। আর যারা পড়ছেন তাদের মধ্যে অনেকের মাস্ক মুখের নিছে দাঁড়িতে ঝুলানো ছিলো।
ব্যাটারী চালিত রিক্সাচালক আবু জাফর, আলম, শহিদুল খবিরসহ একাধিক চালকরা বলেন, এতদিন গ্রাম-গঞ্জে রিক্সা চালিয়ে পরিবার নিয়ে কোন মতে খেয়ে না খেয়ে ছিলাম। এখন লকডাউন না থাকায় শহরে রিক্সা নিয়ে এসেছি। এখন আয় উপার্যন ভালই হবে।
কথাহয় পৌরশহরের তৈরী পোষাক বিক্রেতা মোঃ মহসিনের সাথে, তিনি লকডাউন শিথিলে কিছুটা খুশি হলেও দীর্ঘদিন ধরে দোকান বন্ধ থাকায় কিছুটা আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন।
বেল্লাল কসমেটিকসের মালিক হারুন মোল্লা বলেন, এতদিন দোকান বন্ধ থাকায় কর্মচারী ও দোকানের ভাড়া টাকা দিতে পারিনি। মালিকও দোকান ভাড়ার জন্য চাপ দিচ্ছেন।
অপরদিকে সড়ক পথে আমতলী- বরিশাল, আমতলী- বরগুনা, আমতলী- কুয়াকাটা, আমতলী- পটুয়াখালীসহ সকল অভ্যান্তরিন রুটে এবং আমতলী – ঢাকা, আমতলী- চট্রগ্রাম, আমতলী- দিনাজপুর, আমতলী- যশোরসহ সকল দূরপাল্লার পরিবহন চলাচল করতে শুরু করেছে। তবে এসকল পরিবহনে সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবেনা, কোনভাবেই ৬০% বর্ধিত ভাড়া আদায় করা যাবে না এবং পরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, কন্টাক্টর, হেলপার কাম ক্লিনার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজাইটারের ব্যবস্থা রাখতে হবে।
বাস মালিক হাসান মৃধা বলেন, সরকার ঘোষিত নিয়মকানুন মেনে আমরা যানবাহন চলাচল শুরু করছি। কিন্তু অনেক যাত্রী মুখে মাস্ক পড়তে চায় না।
এছাড়া আমতলী- ঢাকা নৌরুটে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো মেনে নৌযান চলাচল করতে বলা হয়েছে। যাত্রা শুরু ও শেষে যানবাহন ও নৌযানগুলো পরিষ্কার পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। মালিকগণকে যাত্রীগণের মালপত্র জীবানুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে বলে সরকার কর্তৃক সংশ্লিষ্ট দপ্তরগুলো ঘোষনা দিয়েছে।
আমতলী- ঢাকা রুটের আমতলী লঞ্চঘাটের সুপার ভাইজার মোঃ শহিদুল ইসলাম বলেন, যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে চলাচল করতে বললেও অনেকে তা মানতে চায় না। আজকে স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ আমতলী ঘাট ত্যাগ করেছে।