১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান ¯’পতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলীরটেকে আলোচনা,কোরআন খানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ আগষ্ট)বিকেল ৩টায় জাতীয় শোক দিবস উদযাপন কমিটি-২০২১,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে আলীরটেক ডিক্রিরচর এস কে ওয়াই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলোয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহপরিবারের সকল সদস্য এবং প্রয়াত আওয়ামী লীগের নেতাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবস উদযাপন কমিটি -২০২১ এর আহবায়ক আলী নূর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল,বিশেষ অতিথি সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ দুলাল সরকার,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহাব উদ্দিন মাদবর উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এড.আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল বলেন,১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে হত্যা করে বাঙালী,মুক্তিযোদ্ধা সহ আমাদের সকলকে কলঙ্কিত করা হয়েছে। যার নেতৃত্বে ৫২ ভাষা আন্দোলন,১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই জাতির জনককে হত্যা করা হয়েছে এর জবাব আমরা কি তখন বা এখনো দিতে পেরেছি। যদি ৭৫ সালে বঙ্গবন্ধু দুটা কুত্তা পালতো তাহলে তাকে হত্যা করার সময় সেই কুত্তা ঘেউ ঘেউ করতো। আমরা কি করেছি সেই জাতির জনকেই সহপরিবারে হত্যা করেছি। এই দেশে একটা মুরগী চোরে বিচার হয় আর ৮১ তে বঙ্গবন্ধুর হত্যাকারী ঘাতক জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে দেয়। আর আজ এই মহামারিতে তারা বড় গলায় কথা বলে।কি করেছে এই মহামারিতে তারা সেটাই জাতি দেখছে।
ভিপি বাদল আরো বলেন,আমাদের চিনতে হবে আসল আওয়ামী লীগ করে কে আর নকল আওয়ামী লীগ করে পদ নিয়ে সেই ঘাতক মোশতাকের মত সুযোগ বুঝে ছুড়ি মারবে কে। কে আসল,কে নকল আওয়ামী লীগে দেখতে হবে এবং তাদের বয়কট করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে এই সকল হাইব্রীড নেতাদের দল থেকে বহিষ্কার করার জন্য।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটি -২০২১ এর সদস্য সচিব এস এম সালেহ আহমেদ খোকন।
আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাহীন রাজু মেম্বার, এস বি শাহিন সরকার,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এবাদুল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদিন মাদবর,কোষাধ্যক্ষ মোঃমজিবুর রহমান,প্রচার সম্পাদক মোঃ শহিদুল্লাহ,সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ সওদাগর খান,যুবলীগ নেতা এস টি আলমগীর,মোঃ মনির হোসেন,মোঃ ওমর ফারুক,জাকির হোসেন মেম্বার,আব্দুল হক,মোঃ শহীদুল্লাহ, মোঃ শরীফ হোসেন দেওয়ান,মোঃ জাহান উল্লাহ,মোঃমাসুদ,মোঃ সালাউদ্দিন রানা,মোঃ আনোয়ার হোসেন,সোনারগাঁয়ের বারুদী ইউনিয়নের সম্মেলন কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম, জাহিদ সরদার,মোঃ মহিউদ্দিন প্রমূখ।