হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা মো.আজমত আলীর উদ্দ্যোগে মিলাদ,দোয়া ও রান্না করা খাবার বিতরন করা হয়। রবিবার ( ১৫ আগষ্ট ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা সংলগ্ন দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি বাবু চন্দন শীল,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী,মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো.রাফেল প্রধান,মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ,ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.লুৎফর রহমান স্বপন, হাজী মো.ইবু, মো.নজরুল ইসলাম, মো.রাজ্জাক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো.আরমান প্রধান,সাবেক ছাত্রলীগ নেতা মো.মমিন হোসেন মুরাদ.মো.সোহেল,সোলেমান,শুভ,মো.সজীব হোসেন,মো.নাহিদ হোসেনসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে বাবু চন্দন শীল বলেন,আগষ্টের এ শোককে শক্তিতে রূপান্তরিত করার আহবান জানিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় অসা¤প্রদায়িক ধারায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার সকলের প্রতি আহবান জানান।
তিনি আরও বলেন, চলমান করোনা সংকটে অসহায়, দুঃখী মানুষের পাশে দাঁড়ালেই বঙ্গবন্ধুর প্রতি সঠিক সম্মান প্রদর্শন এবং তার আত্মা শান্তি পাবে।
১৫ আগষ্ট ছিলো ইতিহাসের নিষ্ঠুরতম রাজনৈতিক হত্যাকান্ড। নির্মমতার দিক থেকে এমন রাজনৈতিক হত্যাকান্ডের নজির পৃথিবীতে আর নেই । জগতে অন্যান্য হত্যাকান্ডে নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়নি। টার্গেট করা হয়নি অবলা নারীকে, অন্তঃসত্ত্বা নারীকে। তিনি বলেন, সেদিন শুধু বঙ্গবন্ধুই নন, তার সহধর্মিণী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম মুজিবসহ নৃশংসভাবে নিহত হন পরিবারের অন্যান্য সদস্যরা। ১৫ আগস্টের নির্মম হত্যাযজ্ঞ ঘটিয়ে ষড়যন্ত্রকারিরা থেমে থাকেনি, তারা পরবর্তীতে তিন নভেম্বর জাতীয় চার নেতাকে জেলের অভ্যন্তরে কারাকক্ষে হত্যা করে এবং একুশে আগস্টের গ্রেনেড হামলা ছিলো একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।
শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাওয়া তাদের গাত্রদাহ উল্লেখ করে তিনি বলেন,তারা চায় সংঘাতে জর্জরিত রক্তময় প্রান্তর। আগস্ট এলেই বঙ্গবন্ধু কন্যার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকি ১৯৮১ সালে তিনি দেশে ফিরে আসার পর তাকে প্রায় বিশ বার হত্যার চেষ্টা করা হয়।
পরে মিলাদ ও দোয়া শেষে ১৭০ ডেক রান্না করা খিচুরী সস্তাপুর,পশ্চিম লামাপাড়া,পুর্ব লামাপাড়া,রামারবাগ,সেহাচর,কাঠেরপুল,কোতালেরবাগসহ আশপাশ এলাকার অসহায়দের মাঝে খিচুরি বিতরন করা হয়।