১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোগনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে আলোচনা সভা ,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৫ আগষ্ট)সকাল থেকেই গোগনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান কর্মসূচী শুরু হয় এবং শোক দিবস বাস্তবায়ন করতে বিভিন্ন স্থান পরিদর্শন করে গোগনগর আওয়ামী লীগ নেতা ফজর আলী।
সকাল সাড়ে ৯টায় গোগনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও রবিন,আনসার,সম্রাট,রুবেলের আয়োজনে কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়।
সকাল ১০ টায় গোগনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের উদ্যোগে দোয়া,মিলাদ মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়।
সকাল ১১টায় গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল্লাহ সিকদারের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃসৈকত হোসেনের সঞ্চালনায় ৪নং ওয়ার্ডের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: আবু হাসনাত শহীদ মো: বাদল।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি বাদল বলেন,১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়ে ৭ কোটি মানুষ নিজেদের অধিকার আদায়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো।যার অবদানে আজ আমরা একটি স্বাধীন লাল সবুজের পতাকা পেয়েছি,বাংলা ভাষা পেয়েছি।সেই জাতির জনককে ৭৫ এ নির্মমভাবে সহপরিবারে হত্যা করা হয়েছে।যদি একটা কুকুরও পালে তাহলে তার মুনিবের রক্ষার জন্য পাহারা দেয়। আর আমরা সেই জাতির জনকে হত্যা করে বাঙালী জাতিকে কলঙ্কিত করেছি।এই বাংলার মাটিতে জাতির পিতার হত্যাকারীদের আমরা বিচার করেই ছাড়বো।
গোগনগরের প্রতিটি অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহপরিবারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
ফজর আলীর নেতৃত্বে গোগনগর বিভিন্ন স্থানের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির হোসেন ফকির,নারায়ণগঞ্জ মহানগর কৃষকলীগের সভাপতি আরমান হোসেন জুয়েল, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল বাশার বাবু,সহ-সভাপতি শরীফ হোসেন,সদর থানা যুবলীগের সভাপতি মিয়া সোহেল,সাধারণ সম্পাদক শাহীন সরকার,কিশোর মেলা ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,গোগনগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার,গোগনগর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন মন্ডল,হাজী রোস্তম আলী সরদার,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,কাশিপুর সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব,গোগনগর ইউপি সদস্য নাজমা বেগম,কাশেম আলী,আবু তাহের রাজু প্রমূখ।