রূপকথার গল্পকে হার মানানো’ সেই প্রধান শিক্ষক আমজাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হবে আগামীকাল ১৮ আগস্ট বুধবার। আমজাদ হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর ছোবহানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের দায়িত্ব পাবার পর থেকে করোনার কারণে স্কুল বন্ধ হবার আগ পর্যন্ত তার বিরুদ্ধে ৩ কোটি ৪ লাখ ৮৮ হাজার ১৬৭ টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এর আগেও একই অভিযোগে ২০১৯ সালের ১২ মার্চ জেলা শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম ও একই বছরের ২৭ আগস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার এইচ এম এ মালেক অভিযোগের বিষয়ে তদন্তে আসেন। এছাড়াও ২০১৮ সালের ৪ জুলাই তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল বারী আকস্মিক তদন্তের আসার খবরে স্কুলে তালা মেরে পালিয়ে যান তিনি। নারায়ণগঞ্জ তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিং আমজাদ হোসেনের বিরুদ্ধে আনা দূর্নীতির তদন্ত করবেন।
এলাকাবাসীর আশংকা আগের তদন্ত কমিটির মতো যেন এবারের তদন্ত না হয়। কেননা আগের তদন্ত কমিটিকে সুচতুর আমজাদ ম্যানেজ করে নিতে সক্ষম হন।