দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আফাজউদ্দিন ভুইয়া। সোমবার রাত তিনটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র, দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাজী আফাজউদ্দিন ভুইয়া গত দশদিন ধরে আজগর আলী হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন।
মঙ্গলবার (১৭ আগষ্ট) বাদ জোহর বক্তাবলী ফেরীঘাট সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
হাজী আফাজ উদ্দিন ভুইয়া দীর্ঘ ১৮ বছর ধরে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
আফাজউদ্দিন ভূইয়ার জানাযা নামাজে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী,জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিলন মেহেদী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ জসিমউদ্দিন,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন,ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃ শরিফুল হক,নাসিক কাউন্সিলর আব্দুল করিম বাবু,বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুমন আকবর, সাধারণ সম্পাদক এড আল আমিন সিদ্দিকী আগুন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার,ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী, আলীরটেক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীন রাজু মেম্বার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন প্রধান,মোঃ বাবুল মিয়া,ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,ভিপি আলমগীর, মরহুমের দুই পুত্র আরব আলী ভূইয়া,মহিউদ্দিন ভূইয়া, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক হাজার সাধারণ মানুষ। লক্ষীনগর কবরস্থানে দাফন করা হয়।