ফতুল্লায় পবিত্র মহররম মাস আশুরা ও সূফি আলহাজ্ব মোহাম্মদ আবেদ সাহেব এর ওফাত দিবস উপলক্ষে ফতুল্লায় হাক্কানী আঞ্জুমান বাংলাদেশ ও হাক্কানী ওয়াক্ফ এস্টেট এর যৌথ উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার(১৭ আগষ্ট) সকাল ৭টায় প্রথম দফায় হাক্কানি জান্নাতুল বাকী কবরস্থান, দ্বিতীয় দফায় সকাল ৮টায় রহমত মঞ্জিল কমপ্লেক্স জামে মসজিদ এবং তৃতীয় দফায় বায়তুল হামদ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করেন উক্ত এস্টেটের মোতয়াল্লী আলহাজ্ব আবু খালিদ মোঃ বরকত উল্লাহ এস্টেটের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মোবারক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন হাক্কানী জান্নাতুল বাকী কবরস্থানের সভাপতি আলহাজ্ব আলফাজ উদ্দিন পাঠান, বাহার আলী বায়তুরনুর জামে মসজিদের সাধারন সম্পাদক বজলু ররশিদ মিল্লাত, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, হাফেজ মুফতি সাঈদুর রহমান মাসুম,আব্দুর রব, মাওলানা শামীম মৃধা, হাফেজ সুলায়মান, নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মোঃ সামিউন সিনহা,একতা সমাজ উন্নায়ন পরিষদের উপদেষ্টা আলহাজ্ব হারুন রশিদ, আলতাফ হোসেন, আব্দুস সালাম পাঠান, নুহিন, আল আমিন, ফাহিম, মাসুম, প্রমুখ। এলাকারপ্রায় ২শ দুঃস্থ পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।