ফতুল্লায় ফিটনেস নেশন জিমের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জিমের সকল সদস্যদের উপস্থিতিতে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিল হোসাইন গ্রুপের ব্যবস্থপনা পরিচালক মোঃ আক্তার হোসেন, ফিটনেস টাইম (পন্চবটি) জীমের কর্নধার মোঃ আলী রতন, গেট ফিট (শ্রীপুর,গাজীপুর) জীমের কর্নধার মোঃ রাজীব,মাসেল রিবর্ন (খিল মার্কেট)জীমের কর্নধার মোঃ ফয়সাল বিন ফরিদ, লাইফ স্ট্যাইল (ফতুল্লাহ রেল স্টেশন) জীমের কর্নধার মোঃসুমন আহমেদ, আল-আমিন শরীফ ( IFBB / BABBF Athlete) হারুন আহমেদ জেনি ( IFBB Athlete)
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে মুহুর্তে বক্তারা বলেন, ব্যায়াম করা প্রতিটি মানুষের প্রয়োজন ব্যায়ামের ফলে আপনার হৃদযন্ত্রের আয়ু বৃদ্ধি পেতে বাধ্য। একই সঙ্গে ব্যায়াম করার ফলে আপনার হৃদপেশিতে রক্ত সরবরাহকারী কৈশিক নালির সংখ্যা বৃদ্ধি পায়। আপনার হৃদযন্ত্রের জন্য সংরক্ষিত ধমনীর সংখ্যা বৃদ্ধি পায় ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি হ্রাস পায়। করোনারি ধমনীর (হৃপিণ্ডে রক্ত বহনকারী) আকার ও ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।