নারায়ণগঞ্জ সদর উপজেলা পিলকুনি বরিশাল টাওয়ারে ৫ বছর বয়সের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মার্কেট সিকিউরিটি গার্ডকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অগাস্ট ) সন্ধ্যায় ৬টার দিকে এই ঘটনা ঘটে। আটক গার্ড মো. জিয়া (৫০) জামালপুর মৃত মোনতাজ আলী মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে দোকানে যাওয়ার সময় ৫ বছর বয়সী ওই শিশুকে বরিশাল টাওয়ার এর গার্ড মো.জিয়া (৫০) চকলেট এর লোভ দেখিয়ে ভবনের ভেতরে ডাকেন। শিশুটিকে ওই ভবনের ২য় তলায় অস্থায়ী কক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন শিশুটি জোরে চিৎকার শুরু করলে লোকজন জড়ো হওয়ার ভয়ে বৃদ্ধ গার্ড রুহুল আমিন তাকে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে সন্ধ্যায় তার পরিবার স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে নিয়ে ফতুল্লা মডেল থানার পুলিশকে খবর দেয় । এই ঘটনায় পুলিশ অভিযুক্ত গার্ডকে আটক করে থানায় নিয়ে যায়।