আজ ইফতি আহমেদ রাসেল এর ৪র্থ জন্মদিন, ইফতি নতুন ভোরের নতুন আলোয় পদার্পণ করল, শুভ জন্মদিন উপলক্ষে পিতা ব্যবসায়ী মোঃ লিটন, মা ইতি আক্তার ছেলের জন্য সবার কাছে দোয়া পার্থনা করেছেন।
লিটন এক শুভেচ্ছা বার্তায় বলেন, জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা রইল। আজকের এইদিনে আল্লাহরর কাছে একটাই প্রার্থনা আল্লাহ যেন তোমাকে সবসময় সুস্থ রাখেন, তোমার জীবনের প্রত্যেকটা মুহুর্ত কানায় কানায় ভরে উঠুক আনন্দে। তোমার নেক হায়াৎ যেন আল্লাহ বাড়িয়ে দেন। এইদিনে তুমি যেভাবে পৃথিবীতে এসেছিলে আনন্দঘন মুহুর্ত নিয়ে ঠিক সেভাবেই যেন সাড়াটি জীবন আনন্দ নিয়ে বেঁচে থাক। এই দিনটির মতো প্রতিটি দিন যেন সুন্দর ভাবে কাঁটে এই কামনা করি জীবনে অনেক দূর এগিয়ে যাও। আবারো শুভ জন্মদিন।
আজকের দিনে তুমি তোমার মা-বাবার মুখে হাসি ফুটিয়ে পদার্পণ করেছিলে।ধন্য করেছিলে ধরণীকে।আজকের মতো এইরকম হাজারটা দিন আসুক তোমার জীবনে| শুভ জন্মদিন বাবা।