ফতুল্লায় কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ এর বাবা বীর মুক্তিযোদ্ধা ডা. নূর মোহাম্মদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২০ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি পাঁচতলা কলোনী জামে মসজিদে মোঃ আতাউর রহমান ও মোঃ হোসেনের যৌথ উদ্যোগে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হয়। এছাড়াও মরহুমের নিজ বাড়িতেও কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ডাঃ নূর মোহাম্মদ বেশ কিছুদিন যাবত নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য কিছুু দিন আগে তাকে ভারতের দিল্লির মেডেন্টা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।