নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ আগস্ট (শুক্রবার) ফতুল্লার কুতুবপুরের চিতাশাল মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে ওই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের ফতুল্লা থানা শাখার সভাপতি ও গণমাধ্যমকর্মী মোঃ ওয়াহিদুজ্জামান রুবেল (প্রীতম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব।
এসময় বক্তারা বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই নারকীয় হত্যাকাণ্ড বাংলাদেশকে পশ্চাৎপদ করে দেয়৷ স্বৈরশাসক জিয়া ও এরশাদ দেশকে পাকিস্তানি ভাবধারায় পরিচালিত করতে থাকেন৷ বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে অব্যাহত থাকে ষড়যন্ত্র৷ জননেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া৷ শেখ হাসিনা দেশে ফেরার পরেও তাকে হত্যা করতে ১৮ বার হামলা করা হয়৷’
তারা আরো বলেন, ‘তারই ধারাবাহিকতায় ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয় দেশরত্ন শেখ হাসিনার উপর৷ সন্ত্রাস- দুর্নীতির বরপুত্র তারেক জিয়া ও জামায়াতের জঙ্গী বাহিনী, হরকাতুল জিহাদ ওই হামলা চায়৷ সরাসরি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পরিচালিত ওই হামলা থেকে আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা৷ কিন্তু মারা যান মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী আইভী রহমান সহ ২৪জন নেতাকর্মী৷ পঙ্গুত্ব বরণ করেন শতাধিক নেতাকর্মী৷ তাদেরসহ অগণিত নেতাকর্মীর রক্তের বিনিময়েই আওয়ামী লীগ আজ ক্ষমতায়৷
প্রধান অতিথি হাবিবুর রহমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশুন্য করার চেষ্টা করা হয়। দেশের বাহিরে থাকায় আল্লাহ তাআলার অশেষ রহমতে জননেত্রী শেখ হাসিনা সেদিন প্রাণে বেঁচে যান৷ ঠিক তেমনিভাবে ২০০৪ সালের ২১ আগস্টের সেই নারকীয় তাণ্ডবেও প্রাণে বেঁচে যান তিনি৷ দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশা- ভরসার শেষ আশ্রয়স্থল৷ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিটি নেতাকর্মী মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তার হাতকে শক্তিশালী করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।’
কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান জীবন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। হিমালয়সম ব্যক্তিত্বের অধিকারী বঙ্গবন্ধুকে মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও পাকিস্তানের দোসর জিয়া মিলে হত্যা করে৷ মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়ার কার্যকলাপে সন্তুষ্ট হয়ে পাকিস্তান সেনাবাহিনী ধন্যবাদ জানিয়ে চিঠিও দেয়৷ জিয়া যেমনিভাবে ১৫ আগস্টে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, তেমনিভাবে তার পুত্র তারেক জিয়া রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে ২১ আগস্টের গ্রেনেড হামলা চালায়।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন সাগর বলেন, ‘প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মরহুম আলমগীর কুমকুম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রতিষ্ঠা করেন৷ স্বৈরাচার জিয়া ও এরশাদের আমলে সংগঠনটি গানে- কবিতায় ও স্লোগানে রাজপথ মুখরিত রাখে৷ ১৯৮০ সালে জন্ম নেওয়া এই সংগঠন সংস্কৃতিমনা- প্রগতিশীল বাঙালির প্রাণের সংগঠন৷’
অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মাসুম বলেন, ‘অনেক চড়াই-উৎরাই পেরিয়ে প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজ রাষ্ট্রক্ষমতায়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিটি নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রাখে৷ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ভিশন ২০৪১ বাস্তবায়নে সম্মুখ সারিতে আছে এবং থাকবে৷
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম ইসহাক, থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউনুস দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মানিক চান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহসভাপতি সিকদার মাহবুবুর রহমান হক, কুতুবপুর ইউনিয়ন বৃহত্তর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সোহেল রানা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মুন্সী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরু, আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক খবির উদ্দিন,আওয়ামী লীগ নেতা মোঃ নাসির, পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আতিকুল ইসলাম খোকন, মোঃ শাহজাহান, গিয়াসউদ্দিন ব্যাপারী প্রমুখ৷
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ফতুল্লা থানা শাখা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি ওয়াহিদুজ্জামান রুবেল (প্রীতম), সহসভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার শাওন, সাংগঠনিক সম্পাদক মিজবাহ মিশু, সহ সাংগঠনিক সম্পাদক আইমান আহমেদ, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন শাওন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহবুব আলম, টঙ্গী থানা ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ- সভাপতি মনির দেওয়ান,সাকিব,আশিক,ইশান,ইশান,শুভ,আরিফ,লাজিম,ইমন,আবির,সৈকত, নয়ন, রায়হানসহ আরো অনেকে।
বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে৷ গণমাধ্যমকর্মী ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিপন সিকদারের সঞ্চালনা ও উপস্থাপনায় আলোচনা শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়৷ এরপর উপস্থিত সকলের মধ্যে রান্না করা খাবার পরিবেশন করা হয়৷