ফতুল্লার মাদক সম্রাঞ্জী পারভিন ওরফে (নাইট পারভিন) ১০ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার(১৭ জুলাই)রাজশাহী জেলার পুটিয়া থানা এলাকায় চেকপোষ্ট থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গ্রেফতারকৃত পারভিন দাপা ইদ্রাকপুর ব্যাংকলোনী এলাকার শহিদ জমাদ্দারের মেয়ে ও তার ৭ টি বিবাহ হয়েছে ।তার স্বামী গুলো হলো,টুকুন,তোফা,লিপু নিহত,জনু,শাহাআলম,আকাশ,রুবেল।
তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় ১ ডজনের বেশী মামলা রয়েছে সবকটি মামলাই মাদকের।
রাজশাহী বেঞ্জ অফিসের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক পারভীন আক্তার জানান, গোপন সংবাদের ভিক্তিতে ১৭ জুলাই দুপুরে পুটিয়া থানা এলাকায় চেকপোষ্ট তল্লাশী সময় ১০ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করা হয়। পরে জানতে পারি ওই নারীর নাম পারভীন সে নারায়ণগঞ্জ ফতুল্লা এলাকার মাদক ব্যবসায়ী । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।
পরভীনের নিকটতম এক আত্মীয় জানায়, ২৫ আগষ্ট রাজশাহী কারাগার থেকে জামিন বের হয়েছে। বর্তমানে সে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকায় তার ৭ নং স্বামী রুবেলের সাথেই আছে।
এলাকাবাসী জানায়, পারভীন বর্তমানে ফতুল্লা রেলষ্টেশন এলাকায় তার সেলসম্যান দিয়ে প্রকাশ্যে মাদক বেচা কেনা করছে।