নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে সোনারগাঁ শাখার অধীনে নয়াপুর বাজার সিটিপ্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়। ২৯আগস্ট রবিবার বেলা ১১ঘটিকার সময় সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় সিটিপ্লাজার দ্বিতীয় তলায় বিসিবি লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো.ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড.ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,বাংলাদেশ কমার্স ব্যাংকে লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো.জাফর আলম,সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশীদ মোল্লা। ভার্চ্যুয়ালে স্বাগত বক্তব্য রাখেন আসামপাড়া উপশাখার ইনচার্জ মো.তৌহিদুল আলম,নরসিংদী উপশাখার ইনচার্জ মো.জুয়েল শাহা,নয়াপুর বাজার উপশাখার ইনচার্জ মো.মিজানুর রহমান,নয়াপুর বাজার ওয়ালটন শোরুমের স্বত্বাধিকারী বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী মো.নাসির উদ্দিন আহমেদ,সোনারগাঁ শাখার ইনচার্জ মো.আবু ইউসুফ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ড.ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী জানান,আপনারাদের সেবাই করা আমাদের লক্ষ এবং ব্যাংকিং কাজে সকল সুবিধার সার্থে কাজ করে যাবো। এসময় নয়াপুর বাজার এলাকার ব্যবসায়ী দোকানদার ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।