জাতীয় শোক দিবস উপলক্ষে ফতুল্লা থানা তাঁতী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ শে আগস্ট) দুপুর দেড় ঘটিকার সময় সদর উপজেলার পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা তাঁতীলীগের আহবায়ক মিলন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক ভি পি আলমগীর, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী জসিম উদ্দিন, ফতুল্লা থানা তাঁতীলীগের আহবায়ক কমিটির সদস্য মানিক মিয়া, মিলন মাতবর, বিপ্লব হোসেন, সাইদুল ইসলাম, বাবুল চৌধুরী, হানিফ, আতিক, মাসুদ ভূইয়া, হোসেন প্রমুখ।