নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুরের পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটির উদ্যোগে (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে পঞ্চায়েতের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে মাদক সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (আইসিপি) শহিদুল ইসলাম খান বলেন আপনাদেরকে সাথে নিয়ে এই মাদক বিরোধী পঞ্চায়েতের লোকজন কে সাথে নিয়ে এই এলাকা মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আমি কথা দিলাম। আগামীকাল থেকে এলাকায় মাদক বিক্রি বন্ধ বললেন উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। যারা মাদক বিক্রি করবে তারা এলাকায় থাকতে পারবে না বিশেষ অতিথির বক্তব্যে বললেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
এ সময় কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মীরুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম ইসহাক, ফতুল্লা থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছ দেওয়ান, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, কুতুবপুর ইউনিয়ন ৪-৫-৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৫ নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন হাওলাদার,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা হোসেন চৌধুরী, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের প্রস্তাবিত সহ-সভাপতি আব্দুল হক সিকদার, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ এম নাজমুল হাসান লিটন, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবির,কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খালেক মুন্সি, কুতুবপুর ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াংকা, পূর্ব রসুলপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, মধ্য রসুলপুর পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল বাশার, পশ্চিম রসুলপুর পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক,সহ কুতুবপুরের বিভিন্ন পঞ্চায়েতের সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।