বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সফর আলী ভূইয়া বলেছেন জনগণ যেন সঠিক সেবা পায় সেই দিকে খেয়াল রাখবেন। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাসাবো এলাকায় ঢাকা ব্যাংক বাসাবো উপ-শাখার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। এসময় তিনি ব্যাংকের সকল কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন এই বাসাবো এলাকার মানুষ অনেক সহজ, সরল তাদেরকে আপনারা আপন করে নিবেন। তারা যেন সঠিক সেবা পায় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। ঢাকা ব্যাংক থেকে মানুষকে ব্যাংকিং সেবা নেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আমি নতুন শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত।
এসময় তিনি ব্যাংকের সকল কর্মকর্তাদের ভালোভাবে কাজ করার আহবান জানান।রাজধানীর বাসাবোতে আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে একটি শাখার উদ্বোধন করলো ঢাকা ব্যাংক । ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে শাখাটির উদ্বোধন হয়। এছাড়াও অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি আরও যুক্ত হয়েছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু জাফর, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মইন উদ্দিন, ঢাকা ব্যাংক ফাউন্ডেশনের সিইও আরহাম মাসুদুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফর আলী ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকিয়া আলী ভূইয়াসহ স্বনামধন্য এলাকার ব্যবসায়ী ও ব্যাংকের উর্ধতন কর্মকতাবৃন্দ।