নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ১৩ টি মৌজার প্রায় ৭ হাজার বিঘা জমি ভূমিদস্যু আন্ডা রফিক ও তার ভাই মিজানের নেতৃত্বে বালু ভরাট করায় মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী সহ এলাকার জমির মালিকগন।
মহামান্য হাইকোর্ট জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি (রুপগঞ্জ) কে ১৫ দিনের মধ্যে কারা জড়িত তাদের প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেন।
রবিবার (১২ সেপ্টেম্বর)সকালে তারই আলোকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন তার কার্যালয়ে গন শুনানীর আয়োজন করেন।
কায়েতপাড়া ভূমিদস্যু প্রতিরোধ আন্দোলন নেতা সাবেক সেনা সদস্য মাইনুদ্দিন আহম্মেদ মানিকের নেতৃত্বে কৃষকরা গনশুনানীতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুকুল আহম্মেদ সহ অর্ধশতাধিক কৃষক।