ফতুল্লার পাগলায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী স্বাধীন ওরফে চাপাতি স্বাধীন ও তার সহোযোগিরা মামুনুর রশিদ মুন্নাকে কুপিয়ে রক্তাত জখম করেছে । আহত মুন্না নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের নূরবাগ এলাকার দুলাল মিয়ার পুত্র। সে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নারায়ণগঞ্জ ডট কমের সম্পাদক।
এ ঘটনায় আহত মুন্না বাদী হয়ে মোঃ খলিলুর রহমান, গেন্দু, কাদির ওরফে বোম কাদির, স্বাধীন, কালা জাহাঙ্গীর, নিহাদ, নাঈম ও দূর্জয়ের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানার পাগলার পূর্ব শাহি মহল্লা এলাকায়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহাদ ও নাঈমকে আটক করেছে।
লিখিত অভিযোগে মুন্না উল্লেখ করে, সে অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নারায়নগঞ্জ ডটকমের সম্পাদক। তার পোর্টালে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ পরিবেশন করে। এতে করে অভিযুক্তরা তার উপর ক্ষিপ্ত ছিলো। মঙ্গলবার দুপুরে সে পাগলা থেকে মোটর সাইকেলে করে নিজ বাসায় যাওয়ার সময় পাগলা পূর্ব শাহী মহল্লাস্থ আলী মেম্বারের বাড়ীর সামনে আসা মাত্র অভিযুক্তরা তার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং তার মোটর সাইকেলটিও কোপায়। সন্ত্রাসীদের হামলায় সে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে তাকে রাস্তায় ফেলে সন্ত্রাসীরা চলে যায়।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি। বাদীর দায়ের করা লিখিত অভিযোগের দুইজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানায়।