সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন BHALO BRIDING THE GROUP (ভালো) এর সহযোগিতায় করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ননএমপি ভুক্ত বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করলেন সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহাম্মদ।
সোমবার (১৩ সেপ্টেম্বর)করোনার মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ননএমপি ভুক্ত শিক্ষকদের মাঝে আর্থিক সহায়তার জন্য একটি বিদেশী স্বেচ্ছাসেবী সংগঠন BHALO BRIDING THE GROUP (ভালো) আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি শিক্ষকদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান করা হলেও আসন্ন ইউনিয়ন পরিষদের রেশ সামনে টেনে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিনকে বাদ দিয়ে আয়োজন করা হয়। ব্যানারের কোথাও উল্লেখ করা হয়নি তার নাম। উল্টো একটি মহলের নির্দেশে বেলা ১২টায় দুই বার ব্যানারের নাম পরিবর্তন করা হয়। আর সেখানে সভাপতিত্বে নামে স্থান পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহাম্মদ এর নাম এবং সম্মানিত অতিথির স্থানে নাম আসে হাইব্রীড আওয়ামী লীগ নেতা ক্ষুদ্র ব্যবসায়ী অযোগ্য মোঃ ফজর আলী।এতে সচেতন শিক্ষক সমাজ ও এলাকাবাসীর মধ্যে চলছে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড়।
এদিকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা,নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু,হাইব্রীড আওয়ামী লীগ নেতা ও ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ ফজর আলী।
মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উপস্থিতিতে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে ছাড়াই তার অনুপস্থ’তিতে আর্থিক সহায়তা অনুষ্ঠান একজন প্রধান শিক্ষক হয়ে সভাপতিত্বে কিভাবে করা হলো? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহাম্মদ শামীম ওসমানের উপর দোষ চাপিয়ে দিয়ে বলেন,আর্থিক সহায়তা অনুষ্ঠানটি শামীম ওসমানের লোকেরা করেছে। এই বিষয়ে আমি জানি না। অনুষ্ঠানের ব্যানারে কি লিখা সেটাই তো আমি জানি না। হয়তো ব্যানারে জসিম সাহেবের নাম নেই তাই তিনি আসেননি। তবে জসিম সাহেবকে অনুষ্ঠানের সম্পর্কে জানানো হয়েছে।
গোগনগর ইউনিয়ন পরিষদ নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি এ কে এম সেলিম ওসমানের অর্ন্তভূক্ত হয়েও কিভাবে শামীম ওসমান অনুষ্ঠান করে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,অনুষ্ঠানটি শামীম ওসমানের শালা তানভীর আহামেদ টিটু আয়োজন করেছে। তিনি তাহলে তো শামীম ওসমানের লোক।
আপনার বিদ্যালয়ের ননএমপি ভুক্ত শিক্ষকদের আর্থিক অনুদান প্রদান করা হলো অথচ সেই অনুষ্ঠানে আপনার পরিবর্তে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠান হলো আপনে কেনো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না? এই প্রশ্নের জবাবে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন,আমার পূর্ব পুরুষ যারা আছে তাদের নিয়ে বকলমের মত বিভিন্ন বিরুপ মন্তব্য করে। এই মন্তব্যের পরে আমি কিভাবে আসবো। গতকালের বিষয়ে আমি অবগত নই তার উপর এমনেই এই ঘটনায় আমি লজ্জিত।
তিনি ক্ষ্যাপ্ত ভাষায় বলেন,আমি টোকাই,নিন্ম শ্রেনীর মানুষ সে কারনে আমার নাম আসে নাই। যারা সম্মানিত(ফজর আলী)মানুষ তাদের নাম আসছে। একটি কুচক্রী মহলের নির্দেশে ব্যানার দুই বার পরিবর্তন করা হয়েছে। তাই আমিও মনে করেছি আমার নাম আসবে না তাই আসিনি।
অন্যদিকে সচেতন শিক্ষক মহল ও এলাকাবাসী ধারনা করছে আসন্ন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দীন ও ফজর আলীর দ্বন্ধে গত ১৩ সেপ্টেম্বর শিক্ষকদের অনুদান অনুষ্ঠানটিতে ফজর আলীর নির্দেশেই ব্যানারে মোঃ জসিম উদ্দীনের নাম দেওয়া হয়নি এবং অনুষ্ঠানের সভাপতি করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। তাই অনুষ্ঠানের দিন বেলা ১২টার মধ্যে দুই বার ব্যানারে পরিবর্তন করা হয়েছে নাম। বংশগত বা ব্যক্তিগতভাবে ফজর আলী কখনো আওয়ামী লীগ না করেই আসন্ন গোগনগর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হতে চাচ্ছেন তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে তৃনমূল থেকে আওয়ামী লীগ করে আসা মোঃ জসিম উদ্দিন তার পথের কাটা হয়ে উঠেছে নৌকা প্রার্থী হতে চাওয়ায়। কখনো বিদ্যালয়ের উন্নয়নেও পাশে পায়নি ফজর আলীকে সেই ফজর আলী অনুষ্ঠানে অতিথির বক্তব্যেও বলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে শামীম ওসমানের কাছ থেকে অনুদান এনেছি বিদ্যালয়ের উন্নয়ের জন্য। তার এই মিথ্যা বক্তব্যে উপস্থিত মানুষের মাঝে কানাঘুষা চলে। এতে ‘ভালো’ সংগঠনের আয়োজকদের ভালো কাজকে বানিয়ে ফেলা হয়েছে মন্দ।