বারী গ্লোবার ফাউন্ডেশনের উদ্দ্যোগে বক্তাবলীর দানবীর মেজবাহুল বারীর ৩১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদের আয়োজন করা হয়। শুক্রবার ( ১৭ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় কানাইনগর সোবহানিয়া স্কুল ও কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
প্রয়াত মেজবাহুল বারীর সুযোগ্য পুত্র মো.আলাউদ্দিন বারীর সভাপতিত্বে ও মতিউর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু বক্কর। প্রথান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী পরগনা ফরায়েক অন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা আতাউল সরকার এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড.আওলাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.জালালউদ্দিন আহমেদ,বারী ফাউন্ডেশনের সিও মো.ফেরদৌস বারী,জামালউদ্দিন বারী,আওলাদ হোসেন মেম্বার,কানাইনগর সোবহানিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আমজাদ হোসেন,আ.ন.ম অলিউল্লাহ,গিয়াসউদ্দিন মাদবর,ডাঃ সফিউদ্দিন মিন্টু,শাহাদাত হোসেন,সরদার সালেহ আহমেদ খোকন,ভিপি আলমগীর হোসেন,সাইদুর রহমান বাচ্চু,বিএনপি নেতা মো.সুমন আকবর,মো.লোকমান হোসেন,জহিরউদ্দিন বারী,মুফতি মাওলানা মোক্তার হোসাইন,মুজাহিদুল ইসলঅম সেলিম খান,অ্যাড.দেলোয়ার হোসেন ও মো.কুতুবউদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বালুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু বক্কর, প্রয়াত মেজবাহুল বারী ছিলেন একজন ইনষ্টিটিউট। যার কারনে আজ বক্তাবলী পরগনার প্রতিটি ঘরের সন্তান এখন শিক্ষিত হতে পারছে। আমি আশ্চর্য্য হচ্ছি যে, যিনি অত্র প্রতিষ্ঠানকে এখানে উপহার দিলেন সেই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তাকে তার মৃত্যু বার্ষিকীতে তেমনভাবে স্বরন করছেনা। তিনি আরো বলেন,আমি ৮০ সালে অত্র স্কুল থেকে বিদায় নিয়েছি। আজ ৪০ বছর পর আবারও আসলাম এখানে। শুধু স্কুল বা তার পরিবার নয় বক্তাবলীর প্রতিটি মানুষকে উচিত তাকে শ্রদ্ধারতরে স্বরন করা। বক্তাবলীতে ৪০টি গ্রাম রয়েছে যদি প্রতিটি গ্রাম থেকে ১০ জন করে আসেন তাহলে ৪০০,আর ২০ জন করে আসলে ৮০০ লোকের সমাগম হবে এই মনীষিকে স্বরন অনুষ্ঠানে। তিনি আরও বলেন. মেজবাহুল বারী সাহেব ছিলেন আলোকিত বক্তাবলীর একটি উজ্জল নক্ষত্র। যার কারনে অত্র এলাকার প্রতিটি ঘর এখন শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। তিনি কম শিক্ষিত হয়েও যে বক্তাবলীর মানুষকে শিক্ষিত বানানোর যে মহৎ কাজটি করে গেছেন সেজন্য তাকে আজীবন স্বরন করবে বক্তাবলীবাসী। আগামীতে তার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটি আরো ব্যাপকভাবে করবেন এ জন্য যত প্রকার সহযোগিতার প্রয়োজন তা আমি করবো।