নিজস্ব প্রতিবেদকঃ কাশীপুর ইউনিয়ন ছাত্রলীগের তথাকথিত সভাপতি আল আমিনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে৷ অন্যত্র বিক্রিত জায়গা কাশীপুরের জনৈক জসিম কন্ট্রাক্টরকে বিক্রি করার কথা বলে দেড় লক্ষ টাকা আত্মসাৎ করেছেন আল আমিন, এমনটিই জানান জসিম কন্ট্রাক্টর।।
জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আল আমিন জমি বিক্রি বাবদ স্টাম্পের মাধ্যমে জসিম কন্ট্রাক্টরের কাছ থেকে দেড় লক্ষ টাকা নেন৷ কিন্তু পরবর্তীতে জানা যায়,আল আমিন ওই জমি পূর্বেই আরেকজনের কাছ বিক্রি করে দিয়েছেন। ওই ক্রেতা তার কাগজাদি নিয়ে জমিতে হাজির হলে আল আমিনের প্রতারণার বিষয়টি টের পান জসিম।
এরপর আল আমিনের কাছে টাকা ফেরত চাইলেও গড়িমসি করতে থাকে সে। ফোনালাপে কান্নাজড়িত কণ্ঠে জসিম বলেন, ‘আমি গরিব মানুষ৷ প্রায় পাঁচ বছর ধরে আল আমিন আমার পাওনা টাকা দিচ্ছে না। আমি সহজ সরল হওয়ায় আল আমিন আমাকে অন্য লোকের মালিকানাধীন জমি দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে৷ তাকে টাকা দেওয়ার পরে আমি ব্যবসাতেও ক্ষতিগ্রস্ত হই৷’
জসিম আরো বলেন, ‘আমি ঋণে জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছি৷ বাধ্য হয়ে এখন রাজমিস্ত্রীর কাজ করছি৷ আল আমিনের কাছে টাকা চাইতে গেলে সে হুমকি দেয়। আমার যাওয়ার কোনো জায়গা নেই৷ টাকাগুলো পেলে আমি ঋণগুলো শোধ করতে চাই৷ নয়তো মৃত্যুর পরে জবাবদিহি করতে হবে আমাকে।’
এ বিষয়ে অভিযুক্ত আল আমিনের মোবাইলে (01911-782345) একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি৷ খুদেবার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।