মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরের নতুন বাজারে আধুনিক মাছ বাজার উদ্বোধন করা হয়েছে। এ সময় বাজার সংলগ্ন জামে মসজিদেরও ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়।
সোমবার বিকাল ৪ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেঁটে আধুনিক মাছ বাজারের শুভ উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওসার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল কালাম শামসুদ্দিন শানু, মাছ বাজার সমবায় সমিতির সভাপতি মাহবুবুর রহমান হিমু গাজী, চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহুরুজজ্জামান আলমাস খানসহ পৌর সভার কাউন্সিলর, সাংবাদিক, শিক্ষক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।