সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন,জাতীয় পার্টি যখন যে দল ক্ষমতায় আসে তারা তাদের উপর ভর করে ক্ষমতায় থাকে। পিরোজপুর ইউনিয়নে যেহেতু আর কেউ নৌকার দাবী নিয়ে মাঠে নেই সেহেতু ইঞ্জিনিয়ার মাসুম একজন যোগ্য নেতা,আগামীতে পিরোজপুর ইউনিয়নের নৌকার চেয়ারম্যান। সোনারগাঁয়ে আওয়ামী লীগ ক্ষমতার স্বাদ হতে বঞ্চিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া,আলোচনা সভা ও আনন্দ রেলী,কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে মেঘনা শিল্প নগরী হাইস্কুল এন্ড কলেজ মাঠে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম এর সভাপতিত্বে দোয়া,আলোচনা সভা ও আনন্দ রেলী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান এড সামসুল ইসলাম ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।