নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুরের পাগলা নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে ২৮ শে সেপ্টেম্বর মাগরিবের পর ফতুল্লা থানা আওয়ামী মটর শ্রমিক লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মটর শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রথমে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন পরে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এইচ এম ইসহাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সিকদার মাহবুবুর রহমান হক, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিটন, ফতুল্লা থানা তাঁতী লীগের সভাপতি মিলন মোল্লা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, ফতুল্লা থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির উদ্দিন, যুবলীগ নেতা বিন ইসলাম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা সভানেত্রী বিউটি বেগম, কুতুবপুর নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মামুন, যুবলীগ নেতা আখতারুজ্জামান লিমন, জিহাদ, সহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।