নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় সৌদী আরব প্রবাসী শাহীন মিজির স্ত্রী নাদিয়া আক্তারের নিকট ৩০ লাখ টাকা চাঁদা দাবী করেছে মনির হোসেন গং।
এ ব্যাপারে সৌদী আরব প্রবাসী শাহীন মিজির স্ত্রী, আব্দুর রহিম শেখের কন্যা ফতুল্লা মডেল থানায় ও এসপি অফিসের অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে মোকাম বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (খ) অঞ্চল আদালত নারায়ণগঞ্জে সিআর পিটিশন মামলা নং -২১৩/২১ দায়ের করেছেন।
মামলায় বাদী নাদিয়া আক্তার উল্লেখ করেন বিবাদী চাঁদনী হাউজিং এলাকার সোহরাব শিকদারের পুত্র মনির হোসেন, তার স্ত্রী ইয়াসমিন বেগম, মুন্সিগঞ্জ সদর থানার মদিনা বাজার নাহাপাড়া এলাকার মৃত সুরল হক মালের পুত্র সৌরভ গত ২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় বাদীর বসত বাড়ীতে প্রবেশ করে ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে।
আসামী মনির হোসেন,ইয়াসমিন বেগম ও সৌরভ দুধর্ষ সন্ত্রাসী, আইন অমান্যকারী হিসেবে কুখ্যাতি অর্জন করিয়াছে।ঘটনার দিন উলেখিত আসামী গন সহ অজ্ঞাত নামা আরো ২ জন ঘটনাস্থলে পৌছে ১নং আসামী মনির হোসেন কোমর থেকে পিস্তল বের বাদীর মাথায় ঠেকিয়ে বলে এ এলাকায় শান্তিতে থাকতে হলে ৩০ লাখ টাকা চাঁদা দিতে হবে। ২ নং আসামী ইয়াসমিন বেগম হুমকি দেয় সন্তান নিয়ে শান্তিতে থাকতে দিমুনা।৩ নং আসামী ৭ দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে গুলি করে মেরে লাশ নদীতে ফেলে দেয়ার হুমকি দেয় এবং যাবার বেলা বাদী গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
বিজ্ঞ আদালত মামলা তদন্ত করার জন্য পিবিআইকে দায়িত্ব প্রদান করে।
এ ব্যাপারে আসামী মনির হোসেনের বক্তব্য জানার জন্য একাধিক বার ফোন দেয়া হলেও রিসিভ করেননি।