ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর হাইওয়ে পুলিশের বিচক্ষণ অভিযানে গত রাতে ১২ঃ৩০মিনিটের সময় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ৪ঠা অক্টোবর রাত ১ঃ৩০ মিনিটের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর চাঁদৃহল সিনেমা হলের সামনে কাটা রাস্তা দিয়ে গাড়ি ঘুরানোর সময় পিকাপভ্যান গাড়িটির তড়িৎ গতি দেখে মহাসড়কে ডিউটি হাইওয়ে পুলিশের অফিসের সন্দেহ করে এবং গাড়িটির পিছু নেয়। ঢাকা মেট্রো-ন,১৮-২৭৪০ পিকাআপ গাড়িটি দূতগতিতে ঢাকার দিকে যাইতে থাকে হাইওয়ে পুলিশ গাড়টিকে ধরার জন্যে দাওয়া করে কাঁচপুর সেতু পার হয়ে আদমজীর দিকে মূভ করে এক পর্যায়ে রাস্তায় গাড়িটি রেখে ড্রাইভার পালিয়ে যায়। পরে পিকাআপটি আটক করে জনসম্মুখে তল্লাশি করে ড্রাইভারের সিটের পিছনে অভিনব কায়দায় প্যাকেটে মোড়ানো এই গাঁজা উদ্ধার করা হয়। ড্রাইভার পালিয়ে যায় গাড়িটি আটক করা কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে আসেন। এব্যাপারে কাঁচপর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান জানান ৩৮ কেজি গাঁজাসহ গাড়িটি আটক করা হয়েছে। পলাতক ড্রাইভারের নামে মামলা চলমান রহিয়াছে।